বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি খাদ্যদ্রব্য ভেজালে ছয়লাব হয়ে গেছে। এই ভেজাল খাদ্যদ্রব্য স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকর যে তাতে ডায়েবেটিস, হাপানি, কিডনি ডেমেজ, জন্ডিস, এসিডিটি-আলসার, লিভার ডেমেজ, হার্টহ্যাটাক, দৃষ্টি শক্তি হ্রাস, পুরুষত্ব হ্রাস সহ ক্যান্সারের মত ঝুঁকিপূর্ণ রোগ-ব্যধি হওয়ার ব্যপক সম্ভাবনা রয়েছে। তাই কৃষক ফুড পরিবারের লক্ষ্য ও উদ্দেশ্য আপনাদের মাঝে কৃষকের কাছ থেকে ও বাজার যাচাইয়ের মাধ্যমে সর্বোতকৃষ্ট গুনগত মানের সেরা পন্যটা আপনাদের কাছে পৌঁছে দেয়া। তাতে আপনি ও আপনার পরিবার এবং ভবিষ্যত প্রজন্মকে কিছুটা হলেও স্বাস্থ্যকর পন্যের মাধ্যমে সুস্থ্য ও সুন্দর জীবনের নিশ্চয়তা প্রদান করা।